মাত্র ক’দিন পরই মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকা।মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে ব্রাজিল। প্রীতি ম্যাচ হলেও কোপার ভালো প্রস্তুতির জন্য কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ না ম্যাচ দুটি।
রোববার (৯ জুন) টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এনদ্রিকের শেষ মুহূর্তের গোলে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে প্রস্তুতিটা শুরু করলো ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল দুটি করেন আন্দ্রেস পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
ম্যাচের পঞ্চম মিনিটেই আন্দ্রেসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। সাভিও’র কাছ থেকে পাওয়া বলে দুর্দান্ত এক শট নেন এই মিডফিল্ডার। তার এই শট বাঁচানোর উপায় ছিল না মেক্সিকো গোলরক্ষকের।
বিরতি থেকে ফিরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ব্যবধান বাড়ায় ব্রাজিল। ম্যাচের ৫৪তম মিনিটে মাঝ মাঠ থেকে বলের যোগান পেয়ে
বামপ্রান্ত দিয়ে ঢুকে পড়েন কৌতো। তার ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।